২০ জুন, ২০১৮ ১৫:২৭

নীলফামারীতে শিশুর প্রতি সহিংসতা বন্ধে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে শিশুর প্রতি সহিংসতা বন্ধে মানববন্ধন

শিশুর প্রতি সহিংশতা বন্ধে দেশব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 'আমিই পারি'র উদ্যোগে আজ বুধবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সকালে র‌্যালি শেষে স্থানীয় স্মৃতি অম্লান চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শিশু নির্যাতনের এক ভয়াবহ চিত্র তুলে ধরে বক্তারা বলেন, দেশে ৮২ ভাগ শিশু সহিংসতার শিকার হয় ১৪ বছরের আগেই। ৭৭ ভাগেরও বেশি শিশু শারিরীক নির্যাতনের শিকার হয় বিদ্যালয়ে আর কর্মক্ষেত্রে শারীরিক নির্যাতনের শিকার হয় ৫৭ ভাগ শিশু।

এতে বক্তব্য দেন অরবিন্দু সিল ভেষ্টার গমেজ, সামশুল আলম, ফজলার রহমান, মোশাররফ হোসেন। ওয়াল্ড ভিশন, শিশু ফোরাম ও গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক, সংবাদকর্মী, সুশিল সমাজ, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেয়।


বিডি প্রতিদিন/২০ জুন ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর