২০ জুন, ২০১৮ ১৮:০৩

বাগেরহাটে ৩ শিক্ষককে বহিষ্কারের ঘটনায় তদন্ত কমিটি

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে ৩ শিক্ষককে বহিষ্কারের ঘটনায় তদন্ত কমিটি

বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের ৩ শিক্ষককে নিয়ম বহির্ভূতভাবে বহিষ্কারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বহিস্কৃত শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমানের নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদা বেগম আজ এই তদন্ত কমিটি গঠন করেন। 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারিকুর রহমানকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এএম হিসামুল হক। এই কমিটিকে আগামী ২৪ জুনের মধ্যে সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে উল্লেখিত ঘটনার তদন্ত করার কথা রয়েছে।

বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান বলেন, সভাপতি শিক্ষকদের অন্যায়ভাবে বহিষ্কার করেছে এমন আবেদনের প্রেক্ষিতে সোমবার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটি ৭ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দিবেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

গত ১০ জুন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মতিনুর রহমান নিয়ম বহির্ভূতভাবে বিদ্যালয়ের ৩ শিক্ষককে একই সাথে বহিস্কার করেন। বহিস্কৃত শিক্ষকরা হলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ শামীম হাসান, সহকারী শিক্ষক (শরীর র্চচা) শেখ আব্দুল ওহায়াব, সহকারী শিক্ষক (কম্পিউটার) মোছা. কামরুন্নাহার। নিয়ম বহির্ভূতভাবে বহিষ্কারের প্রতিবাদে ওই ৩ শিক্ষক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন ও বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা অনশন করেন।


বিডি প্রতিদিন/২০ জুন ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর