২০ জুন, ২০১৮ ১৯:২০

বগুড়ায় অপহৃত কলেজছাত্রী উদ্ধার, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় অপহৃত কলেজছাত্রী উদ্ধার, গ্রেফতার ২

বগুড়ার আদমদীঘিতে থেকে কলেজছাত্রী অপহরণের ৩ দিন পর নওগাঁর বদলগাছী থেকে পুলিশ উদ্ধার করেছে। এঘটনায় কলেজ ছাত্রীর চাচা আশরাফুল ইসলাম বাদী হয়ে   মঙ্গলবার রাতে ৫ জনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা দায়ের করেছে। পুলিশ পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের নিজাম উদ্দীনের ছেলে আরমান (২৬) ও নওগাঁর বদলগাছীর রোকনপুর গ্রামের বছির উদ্দীনের ছেলে শফিকুল আলমকে (৫১) গ্রেফতার করে আজ আদালতে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের নিজাম উদ্দীনের ছেলে আরমান হোসেন গত দুই মাস পূর্বে থেকে আদমদীঘির তালশন গ্রামের আশরাফুল ইসলামের ভাতিজি ও হাজী তাছের উদ্দীন মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী রুমা (১৬) এর সাথে বিয়ের প্রলোভনে প্রেমের সর্ম্পক গড়ে তুলে। বিষয়টি রুমার পরিবারের লোকজন জানতে পেরে আরমান হোসেন ও তার পরিবারকে মোবাইল ফোনে নিষেধ করে। পরে তাদের যোগাযোগ বিছিন্ন হলে আরমান হোসেন ক্ষিপ্ত হয়ে উঠেন। গত ১৬ জুন সন্ধা ৭টায় তালশন গ্রামের জনৈক বাপ্পির বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর কলেজ ছাত্রী রুমা হাটাহাটি করছিল। এসময় ওৎ পেতে থাকা আরমান, শফিকুল ও বর্ষনসহ অজ্ঞাত ২ জন ব্যাক্তি রুমার ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক সিএনজিযোগে অপহর করে নওগাঁর উদ্যেশে পালিয়ে যায়। বিষয়টি থানা পুলিশকে জানালে বুধবার সকালে রুমাকে উদ্ধারসহ অপরহনকারীদের গ্রেফতার করে। মামলার তদন্তকারী অফিসার এসআই মহাদেব জানায় অপহৃতাকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর