২১ জুন, ২০১৮ ১৪:০৭

নোয়াখালী পৌরসভার জন্য ৪৬ লাখ টাকার ওয়াটার কেরিয়ার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী পৌরসভার জন্য ৪৬ লাখ টাকার ওয়াটার কেরিয়ার

নোয়াখালীর পৌরসভায় জরুরি ভিত্তিতে সুপেয় পানি সরবরাহের জন্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিপদপ্তরের পক্ষ থেকে একটি ট্রাক মাউনন্টেড ওয়াটার কেরিয়ার হস্তান্তর করা হয়েছে।  আজ বৃহস্পতিবার পৌর মেয়র শহিদ উল্লাহ খাঁনের কাছে আনুষ্ঠানিকভাবে এই ওয়াটার কেরিয়ারের চাবি হস্তান্তর করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি সরবরাহ ও স্যাটিটেশন ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প পরিচালক জহির উদ্দিন দেওয়ান।

এ সময় পৌর মেয়র শহিদ উল্লাহ খাঁন জানান, পর্যায়ক্রমে পৌর এলাকায় নিরবিচ্ছিন্নভাবে শতভাগ বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা হবে।

প্রকল্প পরিচালক জহির উদ্দিন দেওয়ান জানান, ৪৬ লাখ টাকা ব্যয়ে এই ওয়াটার কেরিয়ারের মাধ্যমে দুর্যোগকালীন পৌরসভার যেকোন স্থানে জরুরি ভিত্তিতে বিশুদ্ধ পানি পৌঁছে দেয়া হবে। ৪৬ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পে রয়েছে একটি লৌহ দূরীকরণ প্লান্ট, চারটি উৎপাদক নলকূপ, প্রতিটি ছয় লাখ ৮০ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন তিনটি ওভারহেড ট্যাংক স্থাপন, ৬০ কিলোমিটার পাইপ লাইন স্থাপন ও একটি ডাম্পিং স্টেশন স্থাপন। পৌর এলাকার চার হাজার পরিবার এই সুবিধা পাবে বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর