২১ জুন, ২০১৮ ১৬:৪৩

বরিশালে বাল্যবিয়ে সম্পাদনের দায়ে ইমাম ও কাজীর ১৫ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে বাল্যবিয়ে সম্পাদনের দায়ে ইমাম ও কাজীর ১৫ দিনের কারাদণ্ড

প্রতীকী ছবি

বরিশালে বাল্যবিয়ে সম্পাদনের দায়ে অভিযান চালিয়ে কাজী ও মসজিদের ইমামকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার দুপুরে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া গ্রামে বেলায়েত ঢালী জামে মসজিদে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ মুহাম্মদদ ফয়জুল আলম। কারাদন্ডপ্রাপ্ত দুই জন হলেন বেলায়েত ঢালি জামে মসজিদের ইমাম মো. আতাহার আলী ও স্থানীয় কাজী মো. আলীম। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ মুহাম্মদ ফয়জুল আলম বলেন, দুটি বাল্যবিয়ে পড়ানো হচ্ছে এমন খবরের ভিত্তিতে তিনি বুধবার জোহরের নামাজের পর গুয়াবাড়িয়ার একটি মসজিদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে গিয়ে ওই গ্রামের দুটি বাড়িতে বাল্যবিয়ে সম্পাদনের দায়ে ইমাম আতাহার ও কাজী আলিমকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুই জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

দন্ডপ্রাপ্ত দুইজনকে বৃহস্পতিবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর