২১ জুন, ২০১৮ ১৬:৫৮

বগুড়া পৌরসভার কাউন্সিলর মোস্তাকিম বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া পৌরসভার কাউন্সিলর মোস্তাকিম বরখাস্ত

ফাইল ছবি

বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা মোস্তাকিম রহমানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আব্দুর রউফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, কাউন্সিলর মোস্তাকিমের বিরুদ্ধে অস্ত্র আইনসহ একাধিক মামলা চলমান রয়েছে। মামলাগুলোর বর্তমানে স্বাক্ষ্য গ্রহণ পর্যায়ে। তার নামে বৈধ কোনো অস্ত্রের লাইসেন্স নাই মর্মে জেলা প্রশাসক প্রেরিত পত্রে উল্লেখ রয়েছে। তার বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হয়েছে। সেই ক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের বিবেচনায় কাউন্সিলর কর্তৃক ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী, একারণে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিম ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাকিম রহমানকে সাময়িক বরখাস্ত করার বিষয়ে মন্ত্রণালয় থেকে পত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বগুড়া শহর যুবলীগের দফতর সম্পাদক মোস্তাকিম রহমান পাসপোর্ট অফিসের এডি'র উপর হামলা মামলার আসামি। 

বিডি প্রতিদিন/২১ জুন ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর