২১ জুন, ২০১৮ ১৯:১০

বাগেরহাটে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

বাগেরহাট ও শরণখোলা প্রতিনিধি

বাগেরহাটে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

বাগেরহাটের শরণখোলা উপজেলায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ৪ থেকে ৫টি ককটেল নিক্ষেপ করেছে বিএনপি’র কর্মীরা। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিক্ষিপ্ত ককটেল বিস্ফোরিত হলেও কোন পুলিশ সদস্য আহত হয়নি। পালিয়ে যাবার সময় পুলিশ অভিযান চালিয়ে অপূর্ব হাসান রনি (২৫) ও মো. ইমরান হোসেন (১৮) নামে দুই ছাত্রদল কর্মীকে আটক করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে ৫টি তাজা ককটেল ।

আটক দুই ছাত্রদল কর্মীরা হলো, উপজেলার পাঁচরাস্তা সংলগ্ন এলাকার বাসিন্দা শাহ আলম আকনের ছেলে অপূর্ব হাসান রনি (২৫) ও কামাল চৌকিদারের ছেলে মো. ইমরান হোসেন (১৮)। এরা দুজন শরণখোলা উপজেলা ছাত্রদলের সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, বিএনপির কর্মসূচী উপলক্ষ্যে পুলিশি টহল চলাকালে পুলিশের গাড়ী লক্ষ্য করে ৪ থেকে ৫টি ককটেল নিক্ষেপ করা হয়। সবগুলো ককটেলই গাড়ীর কাছাকাছি বিষ্ফোরিত হয়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযানে নেমেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর