২২ জুন, ২০১৮ ১৪:৫১

মাদ্রাসা সুপারের মাথায় মল ঢেলে উল্লাস, মূল হোতা গ্রেফতার

অনলাইন ডেস্ক

মাদ্রাসা সুপারের মাথায় মল ঢেলে উল্লাস, মূল হোতা গ্রেফতার

ফাইল ছবি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আবু হানিফার (৫৫) মাথায় মল ঢেলে অপদস্থ করে উল্লাস করার ঘটনায় মূলহোতা ও মামলার প্রধান আসামি জাহাঙ্গীর খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার রাতে পাবনা জেলার বেড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার জাহাঙ্গীর খন্দকার বাকেরগঞ্জ উপজেলার লোছনাবাদ এলাকার মৃত ইসতেহার খন্দকারের ছেলে।
 
এর আগে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীর খন্দকারকে পাবনা জেলার বেড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

জানা যায়, মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে এক প্রার্থীর পক্ষ নেন লাঞ্ছনার শিকার শিক্ষক। এ নিয়ে পরাজিত প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর খন্দকার তার উপর ক্ষুব্ধ ছিলেন। শুক্রবার ফজরের নামাজের পর তিনি মসজিদ থেকে বের হলে তার মাথায় মল ঢেলে উল্লাস করেন জাহাঙ্গীর ও তার সহযোগীরা। সেই দৃশ্য ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের কঠোর বিচার দাবি করেন এলাকাবাসী।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর