Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২২ জুন, ২০১৮ ২১:২৪
আপডেট : ২২ জুন, ২০১৮ ২১:২৬

বান্দরবানে সড়ক দুঘটনায় নিহত ১

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে সড়ক দুঘটনায় নিহত ১

বান্দরবানের রুমার বেতেল পাড়ায় সড়ক দুঘটনায় লাল টান বম (২১) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি স্থানীয় ইউপি মেম্বার রাম চুয়ান বম এর বড় ছেলে।

রুমা থানার ভারপাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় লাল টান চাঁদের গাড়ি চালিয়ে বাজার থেকে বেতেল পাড়া এলাকায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গির্জার দেওয়ালের সাথে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। 


বিডি প্রতিদিন/২২ জুন ২০১৮/হিমেল


আপনার মন্তব্য