Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৩ জুন, ২০১৮ ১৪:৩০

গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত, আহত ১০

অনলাইন ডেস্ক

গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত, আহত ১০

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় লোকমান শেখ (৫০) নামে এক ইঞ্জিনচালিত ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত লোকমান একই উপজেলার হাতিমপুর গ্রামের ইসমাইল শেখের ছেলে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার দাসেরহাট নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ বাসযাত্রী আহত হয়েছেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, খুলনা থেকে ঢাকাগামী  একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে খুলনাগামী অপর একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে ইঞ্জিনচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক লোকমান মারা যান। 

তিনি আরও জানান, এ ঘটনায় ওই বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠিয়ে দেয়। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর। 

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর


আপনার মন্তব্য