Bangladesh Pratidin

প্রকাশ : ২৪ জুন, ২০১৮ ১৮:০৮ অনলাইন ভার্সন
দিনাজপুরে ছাগলকে বাঁচাতে গিয়ে মা নিহত, ছেলে আহত
দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে ছাগলকে বাঁচাতে গিয়ে মা নিহত, ছেলে আহত

দিনাজপুরের খানসামার জমিদারনগর-পাঁচপীর সড়কে একটি ছাগলকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মর্জিনা বেগম নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল চালক ছেলে শাহাদত হোসেন ।

নিহত মর্জিনা বেগম (৫৪) খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের বেলপুকুর গুড়িয়াপাড়ার আফজার আলীর স্ত্রী। 
অপরদিকে, আহত তার ছেলে শাহাদত হোসেনকে (২৩) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার খানসামার জমিদারনগর-পাঁচপীর সড়কের চকরামপুর স্কুল যাওয়ার মোড় এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে। 

এ ব্যাপারে নুরুননবীসহ স্থানীয়রা জানায়, রবিবার সকালে খানসামায় উপজেলার জমিদারনগর-পাঁচপীর সড়কে মা মর্জিনা বেগমকে নিয়ে মোটরসাইকেল যোগে ছেলে শাহাদত হোসেন পাকেরহাট যাচ্ছিল। ওই সড়কের একটি ছাগলকে বাঁচাতে গেলে খানসামার উপজেলার পাঁচপীর বাজারের অদূরে চকরামপুর স্কুল যাওয়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ছিটকে পরে গুরুতর আহত মর্জিনা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে খানসামার পাকেরহাট স্বাস্থ কমপ্লেক্সে এবং অবনতি হলে পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। 

বিডি প্রতিদিন/ ২৪ জুন ২০১৮/ ওয়াসিফ

আপনার মন্তব্য

up-arrow