Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৫ জুন, ২০১৮ ০৯:৩৭
আপডেট : ২৫ জুন, ২০১৮ ১১:০৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৪১

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৪১

টাঙ্গাইলে কালিহাতি ও ঘাটাইলে সোমবার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৬ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছে অন্তত ৪১ জন।

ছুটি শেষে গাইবান্ধা থেকে দুটি ট্রাকযোগে অন্তত ১২০ জন সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। তারা টাঙ্গাইলের কালিহাতী থানার কাছে পৌঁছালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে অন্তত ৩৫ ফুট নিচে পড়ে যায়। এতে ৩৫ জন যাত্রী মারাত্মক আহত হয়। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর ৫ জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনসুর আলী আরিফ  জানান, থানার কাছে সেতু পার হওয়ার সময় একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে কালিহাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে বেলা ১০টার দিকে টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপ ভ্যান সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে একজন নিহত ও ১১ জন আহত হয়। নিহত ব্যক্তির নাম খলিল ৩৫। তার বাড়ি ঘাটাইল উপজেলার দুবাইল গ্রামে।

বিডি প্রতিদিন/ফারজানা


আপনার মন্তব্য