শিরোনাম
২৫ জুন, ২০১৮ ১৪:৩৬

ফরিদপুর পৌরসভার জন্য ২৭৭ কোটি টাকার বাজেট

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর পৌরসভার জন্য ২৭৭ কোটি টাকার বাজেট

ফরিদপুর পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের জন্য ২৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ৩৪৮ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে।এবারের বাজেটে রাজস্ব থেকে আয় ধরা হয়েছে ৪০ কোটি টাকা। এছাড়া উন্নয়ন ও মূলধন হিসাবে ধরা হয়েছে ২৩ কোটি টাকা। 

পৌর মিলনায়তনে সোমবার দুপুরে এ বাজেট পেশ করেন ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু।

বাজেটে বিভিন্ন প্রকল্প থেকে পাওয়া অর্থের পরিমাণ ধরা হয়েছে ২১৫ কোটি টাকা। বাজেট পেশ করার পর পৌরমেয়র শেখ মাহতাব আলী মেথু বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

বাজেট পেশকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সাবেক সভাপতি প্রফেসর আলতাফ হোসেন, প্যানেল মেয়র মির্জা জাকির হোসেন, পৌর সচিব তানজিলুর রহমান, হিসাব রক্ষক ফজলুল করিম আলাল, কাউন্সিলর আনিসুর রহমান সাবুল, মাহফুজুর রহমান, সামসুল আরেফিন সাগরসহ সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর