২৫ জুন, ২০১৮ ১৫:২৪

নেত্রকোনায় বাল্য বিয়ে রুখতে মত বিনিময়সভা

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় বাল্য বিয়ে রুখতে মত বিনিময়সভা

'বাল্য বিবাহকে রুখতে হলে আওয়াজ তোলো তালে তালে' এ স্লোগানকে সামনে নিয়ে নেত্রকোনায় বাল্য বিবাহ দূরীকরণে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষক, কাজী ও ইমামদের নিয়ে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। 

নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা শাকিলা দিল হাছিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম ও মহিলা বিষয়ক কার্যালয়ের ফেরদৌসী বেগম। সভায় প্রাইমারী ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষক নেতা, কাজী ও মসজিদের ইমামগণ ছাড়াও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/ ই-জাহান 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর