১৫ জুলাই, ২০১৮ ১৬:২০

ঠাকুরগাঁওয়ে পৌর এলাকায় ময়লা-আবর্জনার স্তুপ, অতিষ্ঠ পৌরবাসী

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে পৌর এলাকায় ময়লা-আবর্জনার স্তুপ, অতিষ্ঠ পৌরবাসী

ঠাকুরগাঁওয়ে পৌর কর্তৃপক্ষের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে অতিষ্ঠ পৌরবাসী। উপায় না পেয়ে অনেকে ব্যবসা কিংবা আবাসিক এলাকায় নিজ নিজ উদ্যোগে সংস্কার কাজ করছেন। আর জনপ্রতিনিধিদের অযুহাত আমরা যতটুকু পারছি করছি বেশি ভালো হবে না। 

ঠাকুরগাঁও শহরের ১২টি ওয়ার্ডের মধ্যে বেশির ভাগ ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা নাজুক। দীর্ঘ দিন ধরে পরিস্কার না হওয়ায় ময়লা আর্বজনায় স্তুপ হয়ে আছে। ড্রেনেজের উপরের স্তপগুলো বছরের পর বছর থানা আর সংস্কার না হওয়ায় ভেঙ্গে ভেঙ্গে ড্রেনে পরছে।  শহরের গুরুত্বপূর্ণ রাস্তা নরেশ চৌহান সড়ক, হলপাড়া, বাজারপাড়া, চৌরাস্তা এলাকাসহ ঘনবসতি এলাকার ড্রেনেজ ব্যবস্থা অত্যান্ত খারাপ, যা দীর্ঘদিনেও সংস্কার হয়নি। ফলে ভোগান্তির শেষ নেই পৌরবাসীর। আর জনপ্রতিনিধিরা বরাদ্দ নিয়ে লোক দেখানো দায়সারা কাজ করে।  কয়দিন পরেই তা আবার পুরোনো রুপ নেয়। এ অবস্থায় সাধারণ মানুষের চলাচল ভোগান্তি ও দুর্গন্ধে অতিষ্ট হয়ে পরেছে। 

এ বিষয়ে পৌর মেয়র ফয়সাল আমিনের সাথে যোগাযোগ করে পাওয়া না গেলে প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম জানান, আমরা ব্যবস্থা নিচ্ছি এবং নিব। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর