১৫ জুলাই, ২০১৮ ১৭:২৫

'শেখ হাসিনার উন্নয়ন দর্শনই দেশকে উন্নত করছে'

দিনাজপুর প্রতিনিধি:

'শেখ হাসিনার উন্নয়ন দর্শনই দেশকে উন্নত করছে'

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শনই দেশকে উন্নত করছে। তার উন্নয়ন মডেলই দেশে-বিদেশে ব্যাপক সুনাম অর্জিত হয়েছে।  প্রধানমন্ত্রীর সন্তানেরা বিদেশে প্রতিষ্ঠিত হয়ে দেশের সুনাম ও ভাবমূর্তি বাড়িয়েছে। অন্যদিকে, বিএনপি নেত্রী খালেদা জিয়ার সন্তানেরা এতিমের টাকা চুরি করে বিদেশে পালিয়ে আছে। 

আজ রবিবার বিকেল ৪টায় উপজেলার ইছামতি ডিগ্রি কলেজ চত্ত্বরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ কথা বলেন।

এছাড়াও মন্ত্রী সকাল আজ সাড়ে ৯টায় ৭৪ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার গলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত নতুন ভবনের উদ্বোধন, সাড়ে ১০ টায় ফায়ার সার্ভিসের নবনির্মিত ভবন উদ্বোধন, ১১টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ এবং বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের চুড়ান্ত খেলায় ও সাড়ে ১১টায় শহীদ আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত নতুন ভবনের উদ্বোধন, বিকেল ৪টায় বহুল কাঙ্খিত রাণীরবন্দর হাপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিভিন্ন গ্রামে ১৫ শত পরিবারের মাঝে বিদ্যুতের নতুন সংযোগ প্রদান অনুষ্ঠান উপস্থিত ছিলেন।

নশরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আব্দুল মজিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে। এজন্য নৌকার জোয়ার বাড়াতে হবে।

অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী মিসেস শাহিন আলী, পররাষ্ট্রমন্ত্রীর ছোট ছেলে আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তাহসিন হাসান আলী অমিত, জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুস কুদ্দুস, দিনাজপুর পল্লীবিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার হরেন্দ্র নাথ বর্মন, উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ প্রমুখ বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর