শিরোনাম
১৬ জুলাই, ২০১৮ ১৪:০৭

বরিশালে ব্যালট ছিনতাইয়ের নির্বাচন দেখতে চায় না কমিশন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে ব্যালট ছিনতাইয়ের নির্বাচন দেখতে চায় না কমিশন

বরিশাল সফররত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার স্বচ্ছতার সাথে দৃঢ়ভাবে নির্ভয়ে বরিশাল সিটি নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন।  

আজ সার্কিট হাউজে প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার বলেন, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি না হলে সেই নির্বাচন অর্থবহ হয় না। 

নির্বাচন কমিশন বরিশালে অতীতের মতো ব্যালট পেপার ছিনতাইয়ের নির্বাচন দেখতে চায়না বলে প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের হুঁশিয়ারি দেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। 

উল্লেখ্য, ৫ বছর পর আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হচ্ছে বরিশাল করপোরেশনের চতুর্থ পরিষদের ভোট।  এ নির্বাচন ঘিরে নানামুখী ভাবনা-পরিকল্পনা রয়েছে ভোটারদের। কেউ উন্নয়নের ধারবাহিকতা রক্ষা আবার কেউ বিগত দিনে ভোট দিতে না পাড়ার বেদনা নিয়েও এবার সুষ্ঠু ভোটের আশা করছেন। সরকারি-বিরোধী সকল দলের ভোটাররা সুষ্ঠু ভোটের মাধ্যমে একজন যোগ্য নেতাকে মেয়র নির্বাচিত করার প্রত্যাশা করছেন। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর