১৬ জুলাই, ২০১৮ ১৪:৩২

কলাপাড়ায় অস্বাভাবিক জোয়ারে প্লাবিত ১২ গ্রাম

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

কলাপাড়ায় অস্বাভাবিক জোয়ারে প্লাবিত ১২ গ্রাম

অস্বাভাবিক জোয়ারের চাপে পটুয়াখালীর কলাপাড়ায় বিধ্বস্ত স্লুইসসহ বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে জনপদ।  স্থানীয়রা নিজেদের শ্রমে বাঁধ রক্ষায় কোনমতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রতিদিন দুই দফা জোয়ারের পানি ভেতরে প্রবেশ করে গ্রামের পর গ্রাম তলিয়ে যাচ্ছে। যা কোন মতেই নিয়ন্ত্রণ করতে পারছেন না গ্রামবাসীরা। এর ফলে উপজেলার নীলগঞ্জের অন্তত ১২টি গ্রামের তিন হাজার কৃষক পরিবারের রাতের ঘুম নেই। এখন তাদের বাড়িঘর, কৃষি জমিসহ পানিতে ভেসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এ স্লুইসটি ৭-৮ বছর আগে থেকে নষ্ট হতে থাকে। চার বছর আগে দেবে যায়। এরপর দুই বছর আগে ভেঙে গেছে। কোনমতে মাটি ভরাট করে তারা খালে বাঁধ দিয়ে লোনা পানির প্রবেশ ঠেকিয়েছেন। অনেক দেন-দরবার করার পরে এক মাস আগে ঠিকাদার মেরামতের কাজ শুরু করে। বর্তমানে নদীতে অস্বাভাবিক জোয়ারের করণে সাত দিন ধরে কাজ বন্ধ রয়েছে। অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার শঙ্কায় চরম শঙ্কিত রয়েছে গ্রামবাসীরা।

পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, ছয় লাখ টাকা ব্যয়-বরাদ্দে একজন ঠিকাদার বিধ্বস্ত স্লুইসসহ বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু করেছেন। যা চলমান রয়েছে। তবে কাজ বন্ধের বিষয়ে তিনি খবর নিচ্ছেন বলে জানান।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর