১৬ জুলাই, ২০১৮ ১৬:৩১

সরকার খালেদাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :

সরকার খালেদাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সরকার রাজনীতি থেকে সরিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, খালেদা জিয়া হাইকোর্টে জামিন পেয়েছেন, সেটাকে বিলম্বিত করার পরেও তিনি সুপ্রিমকোর্ট থেকেও জামিন পেয়েছেন। কিন্তু সেই জামিনেও তাকে মুক্ত হতে দিচ্ছে না সরকার। যার কারণ, একটাই সেটা হচ্ছে এই সরকার বেগম জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়। আসন্ন নির্বাচন থেকে সরিয়ে দিতে চায়।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে আশ্রমপাড়া হাওলাদার কমিউনিটি সেন্টারে রুহিনা থানার বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিনসহ আরও অনেকে।

মির্জা ফখরুল আরও বলেন, এই সরকার শুধু নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বেগম খালোদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছেন। এই সরকার সম্পূর্ণভাবে একটি গণবিচ্ছিন্ন সরকার।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নেই। যে আওয়ামী লীগ আমরা দেখেছি ১৯৭১ সালের আগে। স্বাধীনতা যুদ্ধের পূর্বে। যারা স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন, যারা মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছিলেন, গণতন্ত্রের পক্ষে লড়াই করেছিলেন সেই আওয়ামী লীগ আর নেই। আজকে দেশে আওয়ামী লীগই সবচেয়ে বড় নির্যাতনকারী হয়ে দাঁড়িয়েছে। তারা দমন করছেন ভিন্ন মতকে। গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চান। 

তিনি বলেন, ৩ মাস আগেই আইনগতভাবে বেগম খালেদা জিয়ার বেরিয়ে আসার কথা ছিল। কিন্তু এই সরকার পরিকল্পিতভাবে একটার পর একটা মামলা দিয়ে আটকে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। বেগম জায়ার বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে। আপনার জানেন কিভাবে মামলা তৈরি করা হয়, কিভাবে সেটাতে জড়িয়ে দেওয়া হয়। মিথ্যা মামলা দিয়ে আপনাদেরকেও জড়িয়ে দেওয়া হয়। ঠিক তেমনিভাবে খালেদা জিয়াকেও তারা মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে।

'যে কারাগারটি হচ্ছে একটি নির্জন কারাগার। যেখানে অন্য কোন বন্দী থাকে না। যেখানে এক সময় কমপক্ষে ১২ হাজার বন্দী থাকতো সেখানেই এখন একমাত্র বন্দী বেগম খালেদা জিয়া।' 

মির্জা ফখরুল বলেন, একদম নির্জন জায়গায় তাকে আবদ্ধ রাখা হয়েছে। সেখানে তার প্রতি যে আচরণ করা হচ্ছে সেটা বাংলাদেশের কোনো সংবিধান অনুযায়ী কখনোই কোন নাগরিককে করার কথা নয়। তাই এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
 

বিডি-প্রতিদিন/১৬ জুলাই, ২০১৮/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর