১৬ জুলাই, ২০১৮ ১৬:৪৯

চিরিরবন্দরে অগ্নিকাণ্ডে দেড় লাখ টাকার ক্ষতি

দিনাজপুর প্রতিনিধি:

চিরিরবন্দরে অগ্নিকাণ্ডে দেড় লাখ টাকার ক্ষতি

চিরিরবন্দরে অগ্নিকাণ্ডে বসতবাড়ি সম্পূর্ণরুপে ভস্মিভূত এবং একটি গরু মারা গেছে।  গতকাল দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরের নশরতপুর গ্রামের বড়ভিটা নামক স্থানে আব্দুল হালিমের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই বাড়ীর আব্দুল হালিম দাবি করেন।  

এলাকাবাসী মহুবর রহমান জানান, রাতে গোয়ালঘরে মশা তাড়ানোর কয়েল জ্বালিয়ে দিয়ে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়ে। গোয়াল ঘরের ওই কয়েলের আগুন থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।  গোয়ালঘরে রাখা পাটখড়িতে আগুন লাগলে নিমিষেই আগুনের লেলিহান শিখা বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে দু’টি ঘর ও গোয়ালঘরে থাকা একটি বিদেশি গরু আগুনে পুড়ে মারা যায়। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর