১৬ জুলাই, ২০১৮ ১৬:৫৭

৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার, উৎসুক জনতার ভিড়

সিরাজগঞ্জ প্রতিনিধি:

৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার, উৎসুক জনতার ভিড়

সিরাজগঞ্জের এনায়েতপুরে ৭ ফুট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে গোপিনাথপুর পূর্বপাড়া কশাই আব্দুল করিমের বাঁশ ঝাঁড় থেকে স্থানীয় কবিরাজ আব্দুল মোন্নাফ সাপটি উদ্ধার করে। বর্তমানে অজগরটি কবিরাজের বাড়িতে রাখা হয়েছে। 

এদিকে, অজগর সাপটি দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে যায়।

কবিরাজ আব্দুল মোন্নাফ জানান, ঝাঁড়ের একটি বড় বাঁশের মাথায় পেঁচানো ছিল অজগরটি। এটি দেখে বাড়ির লোকজন ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে বাঁশের উপর থেকে অজগরটি উদ্ধার করা হয়। এসময় অজগরটি তার পায়ে দু'বার ছোবল দিয়েছে। 

পরিবেশ কর্মী মামুন বিশ্বাস জানান, অজগর সাপটি উদ্ধারের খবর জানার পরেই রাজশাহী বন্যপ্রাণী ব্যস্থাপনা ও প্রকৃতি সরক্ষণ বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে। মোন্নাফ কবিরাজের বাড়িতে রাখা অজগরটি বনবিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর