১৬ জুলাই, ২০১৮ ১৭:২৮

মাদারীপুরে ছিনতাইকারি চক্রের ২ সদস্য আটক

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে ছিনতাইকারি চক্রের ২ সদস্য আটক

প্রতীকী ছবি

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডে আজ সোমবার দুপুর ২টার দিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারিরা একটি ব্যাগে থাকা সাড়ে তিন লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।  পরে সন্দেহভাজন দুই ছিনতাইকারীকে স্থানীয় লোকজন ধরে পুলিশের হাতে তুলে দেয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডে সোমবার দুপুর ২টার দিকে নাঈম টেলিকমের মালিক সোহেল মল্লিক দুপুরের খাবার খাওয়ার জন্য দোকান বন্ধ করে বিকাশের ও ব্যাংক থেকে উত্তোলনকৃত সাড়ে তিন লাখ টাকা, ৬টি মোবাইল ফোন, ২টি ডিভাইস একটি ব্যাগে ভর্তি করে রাখে। ব্যাগটি দোকানের পাশেই রেখে দোকান বন্ধ করছিল। এ সময় পাশের চায়ের দোকানে বসে থাকা ছিনতাইকারীরা সুকৌশলে টাকা ও মোবাইল ভর্তি ব্যাগটি নিয়ে যায়। 
পরে সন্দেহভাজন দুই ছিনতাইকারীকে স্থানীয় লোকজন ধরে পুলিশের হাতে তুলে দেয়। তবে ঐ সন্দেহভাজন দুই ছিনতাইকারীদের কাছে টাকার ব্যাগটি পাওয়া যায়নি। 

আটকরা হলো যশোর জেলার বেনাপোলের দিঘিয়র গ্রামের মো. তোরাব আলী গাজীর ছেলে মো. শুকুর আলী গাজী (৪৯), একই উপজেলার ভরাদেবর গ্রামের হাজী শহীদুল্লার ছেলে মো. মনিরুল ইসলাম ( ৪২)। 

মাদারীপুর সদর থানার ওসি মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর