Bangladesh Pratidin

প্রকাশ : ১৬ জুলাই, ২০১৮ ১৭:৪৮ অনলাইন ভার্সন
রাঙামাটিতে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
রাঙামাটিতে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

রাঙামাটিতে মাদক সেবনের দায়ে দুইজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে শহরে কোর্ট বিল্ডিং এলাকায় শাবলা হোটেলে অভিযান চালিয়ে ওই দুই মাদকসেবীকে আটক করে এ দণ্ডাদেশ দেন রাঙামাটি জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- শাকিব (৩৪) এবং এরশাদ (৩০)। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শহরের কোট বিল্ডিং এলাকার স্থানীয় হোটেল (শাপলা বডিং) কয়েকজন মাদক সেবন করছেন এমন খবরের ভিত্তিতে রাঙামাটি জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস ভ্রাম্যমাণ আদলত নিয়ে অভিযানে নামেন। এসময় হোটেলে মাদক সেবন অবস্থায় হাতেনাতে আটক করা হয় মো. শাকিব ও মো. এরশাদকে। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২৬ ধারায় তাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে পুলিশ হেফাজতে তাদের রাঙামাটি জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এ ব্যাপারে রাঙামাটি জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানে ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসনের পেশকার মো. নজরুল  ইসলাম, অফিস সহায়ক শ্যামল চাকমাসহ জেলা পুলিশের ডিবির সদস্যরা।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow