১৬ জুলাই, ২০১৮ ২১:৩৭

শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সরকার : আব্দুল মান্নান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সরকার : আব্দুল মান্নান

শিক্ষা প্রসারে বর্তমান সরকার বিনা মূল্যে বই বিতরণ ও উপবৃত্তি প্রদানের মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়ে বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। 

সোমবার দুপুর ১২টায় সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর আয়োজিত ২০১৭-১৮ অর্থ বছরের এডিপির অর্থায়নে সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসময় কথা বলেন তিনি। 

আব্দুল মান্নান বলেন, গত ১০ বছরে এমপি হিসাবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। এলাকার বিভিন্ন রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ বিদ্যুৎবিহীন এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে আলোকিত করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে এ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাহাদারা মান্নান, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, উপজেলা প্রকৌশলী শাহ মো. শহিদুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ছাদেক, রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোজাম্মেল হক, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি। এছাড়াও আব্দুল মান্নান এমপি বিকালে ভেলাবাড়ী সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর