১৭ জুলাই, ২০১৮ ২০:৫২

কক্সবাজারে দুই ইয়াবা ব্যবসায়ীকে ৫ বছর ৫ মাস কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে দুই ইয়াবা ব্যবসায়ীকে ৫ বছর ৫ মাস কারাদণ্ড

প্রতীকী ছবি

ইয়াবা পাচারের দায়ে টেকনাফের দুই ইয়াবা ব্যবসায়ীকে ৫ বছর ৫ মাস করে কারাদণ্ড দিয়েছে কক্সবাজারের একটি আদালত। এসময় তাদের ২ হাজার টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার যুগ্ম জেলা দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক সৈয়দ মাহমুদ ফখরুল আবেদীন এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, কক্সবাজারের টেকনাফ সদরের মৌলভীপাড়ার মৃত ফয়েজ উল্লাহর ছেলে মো. হোসাইন ও টেকনাফ সদরের খোয়াংছড়ি পাড়ার নির্মল ধরের ছেলে সুমন ধর। 

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানায়, বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের সদস্যরা ২০১৫ সালের  ৪ ডিসেম্বর ১হাজার ৮শত ৯৫ ইয়াবাসহ তাদের আটক করে। ওই মামলায় দীর্ঘ শুনানির পর এ রায় দেন বিচারক।

সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) জিয়া উদ্দিন আহমেদ জানান, ইয়াবা পাচার করার সময় তাদের আটক করা হয়। দীর্ঘ শুনানির পর বিচারক এ রায় ঘেষণা করেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর