শিরোনাম
১৮ জুলাই, ২০১৮ ১২:৪৪

বেনাপোলে ১ কেজি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোলে ১ কেজি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ভারতে পাচারকালে বেনাপোলে ১ কেজি ১শ' গ্রাম ওজনের ২ পিস স্বর্ণের বারসহ মিলন হোসেনকে আটক করেছে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টহল দল। বুধবার সকালে বেনাপোলের বাহাদুরপুর সড়ক থেকে তাকে আটক করে আমড়াখালী চেকপোষ্টের বিজিবি সদস্যরা। 

মিলন হোসেন বেনাপোলের পোড়াবাড়ী গ্রামের মৃত মশিয়ার রহমানের ছেলে। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ঢাকা থেকে আনা একটি স্বর্নের চালান বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচার হয়ে যাচ্ছে। এই সময় বিজিবি সদস্যরা বেনাপোলে বাহাদুরপুর সড়কে অভিযান চালিয়ে মিলন হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১ কেজি ১শ' গ্রাম ওজনের ২ পিস স্বর্ণের বার উদ্ধার করে। 

আটক মিলন বলেন, তিন হাজার টাকার বিনিময় তিনি এই স্বর্ণেরবারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এই স্বর্ণের বারগুলো বেনাপোলের বারোপোতার শরি মেম্বার ও নারায়নপুরের মিন্টুর। শরি মেম্বার যশোর জেলা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪৭ লক্ষ টাকা। আটক মিলনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দসহ সোনা বেনাপোল কাস্টমস শুল্ক ষ্টেশনে জমা দেওয়া হয়েছে। 


বিডি প্রতিদিন/১৮ জুলাই ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর