১৮ জুলাই, ২০১৮ ১৪:২২

ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ অভিযান শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ অভিযান শুরু

“সবুজে বাঁচি, সবুজে বাঁচাই, নগর প্রাণ-প্রকৃতি সাজাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩০ লাখ শহীদের স্মরণে সারাদেশের মতো ঠাকুরগাঁওয়ে জাতীয় বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলার ৪৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ হাজার ফলজ, বনজ চারা রোপন করা হবে। 

বুধবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বরে কয়েকটি গাছের চারা রোপণ করে জেলায় এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম আজাদুর রহমান। 

এসময় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমহন্ত কুমার রায়, সহকারি বন কর্মকর্তা মোস্তফিজুর রহমান, কৃষি বিভাগের উপ-পরিচালক আফতার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বদরুদ্দোজা বদরসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন। 


বিডি প্রতিদিন/১৮ জুলাই ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর