১৮ জুলাই, ২০১৮ ১৪:৪৭

তেতুলিয়ায় ৬ কিলোমিটার জুড়ে গাছ লাগালো শিক্ষার্থীরা

পঞ্চগড় প্রতিনিধি

তেতুলিয়ায় ৬ কিলোমিটার জুড়ে গাছ লাগালো শিক্ষার্থীরা

হাতে গাছ নিয়ে হেঁটে হেঁটে ছয় কিলোমিটার জুড়ে গাছ লাগিয়েছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার কয়েক হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উপজেলা প্রশাসন এই কর্মসূচি আয়োজন করে।

মহান মুক্তিযদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে সারাদেশে একযোগে ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বুধবার সকালে তেতুলিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় তেতুলিয়া বাইপাস নজরুল স্মরণী থেকে তীরনইহাট পর্যন্ত মহাসড়কে একযোগে এসব গাছ লাগানো হয়।

৬ কিলোমিটার মহাসড়কে ৬ হাজার মেহগণি, শীল কড়ই কৃষ্ণচূড়া, রাধাচূড়া, আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। এর আগে গাছ হাতে একটি বর্ণাঢ্য র‌্যালিও বের করা হয়। এর আগে তেতুলিয়ার বুড়িমুটকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সানিউল ফেরদৌস, তেতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহামুদুর রহমান ডাবলু, মুক্তিযুদ্ধের তৎকালীন কমান্ডার আইয়ুব আলী প্রমুখ।

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর