১৮ জুলাই, ২০১৮ ১৬:৪৭

খুলনায় দ্বিগুণ মাছ উৎপাদন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় দ্বিগুণ মাছ উৎপাদন

খুলনা জেলায় গত দুই বছরে চাহিদার প্রায় দ্বিগুণ মাছ ও চিংড়ি উৎপাদন হয়েছে। ২০১৭ সালে এখানে ৫২ হাজার মেট্রিক টন চাহিদার বিপরীতে মাছ উৎপাদন হয় ৯৬ হাজার মেট্রিক টন।
যা’ আগের বছরের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বেশি। ফলে চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত প্রায় ৪৫ হাজার মেট্রিক টন মাছ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।
আজ খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভায় এ কথা জানানো হয়। খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দপ্তরের সাবেক উপপরিচালক প্রফুল্ল কুমার জানান, খুলনায় মাছ উৎপাদনে অবদান রাখেন প্রায় ৬৩ হাজার মৎস্য চাষি, হ্যাচারি মালিক ও প্রায় ৪০ হাজার  মৎস্যজীবী। এদের জীবনমান উন্নয়নে সরকার নানামুখি কর্মসূচি গ্রহণ করেছেন। তিনি জানান, ২০১৭-১৮ অর্থ বছরে জেলার বিভিন্ন উম্মুক্ত জলাশয়ে ৮৩ লাখ টাকা ব্যয়ে প্রায় ২৯ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। যা’ থেকে ১৪৮ মেট্রিক টন অতিরিক্ত মাছ উৎপাদন হবে।
জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর