১৮ জুলাই, ২০১৮ ১৮:১৮

টাঙ্গাইলে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে গাছের চারা রোপণ

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে গাছের চারা রোপণ

“সবুজে বাঁচি, সবুজ বাঁচাই নগর প্রাণ-প্রকৃতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী ৩০ লাখ শহীদদের স্মরণে সারাদেশের মতো টাঙ্গাইলেও গাছের চারা রোপণ করা হয়েছে।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে এ কর্মসূচীর উদ্বোধন করনে।

টাঙ্গাইল জেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে গাছের চারা রোপণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নেছার উদ্দিন জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন জেলা বন বিভাগ কর্মকর্তা মো. হারুন অর রশিদ, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. জাফর আহম্মেদ, জেলা সিনিয় তথ্য অফিসার কাজী গোলাম আহাদসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটি করে গাছের চারা রোপণ করে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর