১৮ জুলাই, ২০১৮ ২০:১২

বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের বিচার দাবি

নাটোর প্রতিনিধি:

বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের বিচার দাবি

নাটোরের বাগাতিপাড়ায় খেজুর খেতে দেওয়ার লোভ দেখিয়ে পাঁচ বছরের অবুঝ শিশুকে ধর্ষণের সুষ্ঠ বিচার দাবিসহ তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ভূমিহীন সমিতির সদস্যরা।  আজ ১০২ জন স্বাক্ষরিত স্মারকলিপিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বরাবর প্রদান করা হয়। 

অবুঝ শিশুকে ধর্ষণের ঘটনাটি পৈশাচিক, লোমহর্ষক এবং মধ্যযুগীয় বর্ববরতার সাথে তুলনা করে স্মারকলিপিতে এ ঘটনায় দায়ের করা মামলাটিকে চাঞ্চল্যকর মামলা হিসেবে তালিকাভুক্তের দাবি জানানো হয়। এর অন্য দাবিগুলো হলো- উপজেলায় বাল্যবিয়ে, বহু বিয়ে, তালাক ও যৌতুক বন্ধে আরও জোরদার ভূমিকা রাখা এবং নারী নির্যাতন ও যৌন নির্যাতন বন্ধ করা। 

প্রসঙ্গত, গত ৮ জুলাই বাড়ির পাশে খেলা করার সময় খেজুরের লোভ দেখিয়ে পাট ক্ষেতে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে উপজেলার গালিমপুর গ্রামের হক সাহেবের ছেলে আরিফুল ইসলাম (১৫)। এ ঘটনায় অসুস্থ হয়ে শিশুটি তিনদিন হাসপাতালে চিকিৎসা নেয়। এরপর ১১ জুলাই শিশুটির মা থানায় মামলা করেন। গত ১৪ জুলাই অভিযুক্ত আরিফুলকে পুলিশ আটক করে। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর