১৮ জুলাই, ২০১৮ ২১:৫৫

বরিশালে জাল টাকাসহ আটক ব্যক্তিকে ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে জাল টাকাসহ আটক ব্যক্তিকে ৭ বছরের কারাদণ্ড

বরিশালের আগৈলঝাড়ায় ৭ হাজার টাকার জাল নোটসহ আটক মোরশেদুর রহমান ডালিমকে সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের দন্ডাদেশ দিয়েছে আদালত। আজ বুধবার বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামি ডালিম আগৈলঝাড়ার রাজিহার এলাকার মতিউর রহমান হাওলাদারের ছেলে। 

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৪ জানুয়ারি সন্ধ্যায় টরকী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ডালিমকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ৫শ’ টাকার ১৪টি জাল নোট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গৌরনদী থানার এসআই জুবাইর হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ২৪ এপ্রিল এসআই ইয়াকুব হোসেন একমাত্র ডালিমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই রায় ঘোষণা করেন বিচারক। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর