Bangladesh Pratidin

প্রকাশ : ১৯ জুলাই, ২০১৮ ০২:১০ অনলাইন ভার্সন
আপডেট : ১৯ জুলাই, ২০১৮ ১২:৪৯
বাগেরহাটে নদী থেকে যুবকের লাশ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

বাগেরহাট সদর উপজেলায় ডেমা ব্রিজের নিচে নদী থেকে বুধবার মধ্য রাতে আরিফুল ইসলাম (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, সন্ত্রাসীরা আরিফুল ইসলামকে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে।

আরিফুল বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের খেগড়াঘাট গ্রামের শেখ মহব্বত আলীর ছেলে। পেশায় সে দিনমজুর।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের ডেমা ব্রিজের নিচে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট মডেল থানায় নিয়ে আসে। যুবকের মাথার নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সকালে নিহতের স্বজনরা থানায় এসে লাশটি দিনমজুর আরিফুল ইসলামের বলে সনাক্ত করেন।

বৃহস্পতিবার সকালে লাশের ময়নাতদন্ত সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে ওসি জানিয়েছেন।

বিডি প্রতিদিন/ ১৯ জুলাই ২০১৮/ ওয়াসিফ

আপনার মন্তব্য

up-arrow