১৯ জুলাই, ২০১৮ ১৭:৫৩

আমাদের শিক্ষা ব্যবস্থায় ত্রুটি আছে: সংস্কৃতিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি:

আমাদের শিক্ষা ব্যবস্থায় ত্রুটি আছে: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আমি মনে করি না যে মেধার অভাব আছে ছেলে-মেয়েদের। আমাদের লেখাপড়ার মধ্যেই শিক্ষা ব্যবস্থায় ত্রুটি আছে। ছেলে-মেয়দের লেখাপড়ার পাশাপাশি গান শিখানো ও কবিতা আবৃত্তি করা প্রয়োজন।

আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।

ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান, জেলা কৃষক লীগের সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, জেলা তাঁতী লীগের সহ-সভাপতি আসাদুল ইসলাম মন্ডল প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর ও কোঁটচাপুর উপজেলার কলেজ ও স্কুলের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, ছাত্রছাত্রী ও সুধীবৃন্দ।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর