Bangladesh Pratidin

প্রকাশ : ২০ জুলাই, ২০১৮ ১৬:৫২ অনলাইন ভার্সন
টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার সকাল ১১টায় ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে তাতে বাঁধা দেয় পুলিশ। পরে পুলিশি বাধাঁয় সেখানেই বিক্ষোভ সমাবেশ করে বিএনপি নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াইল হক শাহীন, যুগ্ম-সম্পাদক আবুল কাসেম, খন্দকার আনিছুর রহমান আনিছ, জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনিরসহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

up-arrow