২০ জুলাই, ২০১৮ ১৯:১৫

নাটোরে মাদ্রাসাছাত্র হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি:

নাটোরে মাদ্রাসাছাত্র হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

নাটোর শহরের আলাইপুরের আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণীর (হেবজো) ছাত্র তানভীর (১১) হত্যার দ্রুত মামলার রায় ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নাটোর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়। 

মানববন্ধনে তানভীরের বাবা মো. সাইফুল ইসলাম বলেন, আমার একমাত্র সন্তানকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের দ্রুত মামলার রায় দিয়ে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যেন আর কারো বাবা-মায়ের সন্তান এমন হত্যার শিকার না হয়। 

মানববন্ধনে আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আশরাফুল ইসলাম বলেন, তানভীর মেধাবি এবং খুব ভালো ছাত্র ছিল। মাদ্রাসার সবার সাথেই তার ভালো সম্পর্ক ছিল। তাকে যারা হত্যা করেছে মাদ্রাসার সকল ছাত্র শিক্ষকদের পক্ষ থেকে তাদের সুষ্ঠু বিচার ও যথোপযুক্ত শাস্তি দাবি করছি। মানববন্ধনে আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলামসহ মাদ্রসার ছাত্ররা উপস্থিত ছিলেন।


বিডি প্রতিদিন/২০ জুলাই ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর