২১ জুলাই, ২০১৮ ১২:৩৩

বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর নারগুন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে হুসেন আলী (১৮) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। আজ শনিবার ভোরে ভারতের নারগুন বিএসএফ জোয়ানদের গুলিতে এ ঘটনা ঘটে।

হরিপুর থানা সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে গরু ব্যবসায়ী হুসেন আলীসহ কয়েকজন লোক ভারতে গরু আনতে যায়। তারা সীমান্তে তারকাটার কাছে পৌঁাঁলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় হুসেন আলী গুলিবিদ্ধ হয়। তার সঙ্গীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে তার চিকিৎসার জন্য রংপুরে মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে মারা যায় হুসেন আলী। হুসেন আলী হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী গ্রামের মোস্তফা আলীর ছেলে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস বিএসএফ'র গুলিতে নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।

 

বিডি প্রতিদিন/২১ জুলাই ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর