Bangladesh Pratidin

প্রকাশ : ২১ জুলাই, ২০১৮ ১৪:৫১ অনলাইন ভার্সন
সুনামগঞ্জে কিশোর-কিশোরী সম্মেলন
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে কিশোর-কিশোরী সম্মেলন

সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন।

এতে ছয় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৭ জন শিক্ষার্থী জেলা পর্যায়ের মেধা যাচাই পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও মেধার ভিত্তিতে প্রথম ১০জন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবে।  

সম্মেলনে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজুর রহমান, উন্নয়ন কর্মী হাসানুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সমন্বয় করেন পদক্ষেপের এরিয়া ম্যানেজার মজিবুর রহমান।   

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

up-arrow