২১ জুলাই, ২০১৮ ২১:৩৪

দিনাজপুরে নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যু

তীব্র তাপদাহের কারণে দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. রাজু ও মো. জাহিদুল ইসলাম জাহিদ নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় বীরগঞ্জ শহরের ঢেপা নদীর স্লুইজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর মো. রাজু (১৬) বীরগঞ্জ পৌর শহরের সেন্টারপাড়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে এবং মো. জাহিদুল ইসলাম জাহিদ(১৭) একই এলাকার পোষ্ট অফিস মোড়ের ইনসান আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা মো. আলম হোসেন জানান, তাপদাহের কারণে দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচ কিশোর বীরগঞ্জ শহরের ঢেপা নদীর স্লুইজ গেটে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে ৩ কিশোর পানি থেকে উপরে উঠে এলেও রাজু ও জাহিদ নামের দুই কিশোর পানির স্রোতে তলিয়ে যায়। এ সময় উপরে উঠে আসা তিন কিশোরের আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে আসে। 

পরে শতাধিক তরুণ নিয়ে উদ্ধারে নামে পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মোনায়েম খান। নৌকা নিয়ে যোগ দেয় স্থানীয় জেলেরা। দুপুর ২টায় সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশও উদ্ধার কাজে যোগ দিলে দুপুর আড়াইটার দিকে দুই কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ মাহামুদুল হাসান পলাশ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই কিশোরের মৃত্যু হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোছাঃ সাকিলা পারভীন নদীতে ডুবে দুই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর