শিরোনাম
২২ জুলাই, ২০১৮ ১২:৩৬

পঞ্চগড়ে বৃক্ষমেলা শুরু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বৃক্ষমেলা শুরু

পঞ্চগড়ে বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষমেলা শুরু হয়েছে।

বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষ্যে রবিবার সকালে জেলা প্রশাসন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে সরকারি অডিটোরিয়াম চত্বরে আয়োজিত বৃক্ষমেলায় শেষ হয়।

এসময় ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম। ১০ দিনব্যাপি এই বৃক্ষমেলা যৌথভাবে আয়োজন করছে জেলা প্রশাসন, বনবিভাগ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর।

উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল প্রমুখ।

বৃক্ষমেলায় জেলার ৩০ টি নার্সারী  বিভিন্ন জাতের চারা নিয়ে অংশ নিয়েছেন।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর