২২ জুলাই, ২০১৮ ১৮:৩৬

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বেলাল হোসেন (৪৮) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এসময় আরও অন্তত ১২ জন বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আজ রবিবার বিকেলে বাগেরহাট-খুলনা মহাসড়কের সদর উপজেলার মাথাভাঙা নামক এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে বাসের অন্য যাত্রীরা নিহত বেলাল হোসেনের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।

বাগেরহাটের কাটাখালী থানার উপপরিদর্শক (এসআই) আবজাল হোসেন এই প্রতিবেদককে বলেন, রবিবার বিকেল পাঁচটার দিকে খুলনার সোনাডাঙা বাসস্ট্যান্ড থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে বেলাল হোসেন নামে একযাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আরও অন্তত ১২ জন যাত্রী কমবেশি আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। নিহত বেলাল হোসেনের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর