২৩ জুলাই, ২০১৮ ১৫:০৫

নোয়াখালী-ঢাকা রুটে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী-ঢাকা রুটে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী-ঢাকা রুটে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। আজ নোয়াখালী টাউন হলের মোড়ে প্রধান সড়কে ৩৫টি সংগঠনের ব্যানারে এই মানববন্ধন আয়োজন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।

এ সময় সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিআরটিএ নির্ধারিত দূরপাল্লার ভাড়া ১.৪২ টাকা হারে নোয়াখালী-ঢাকা রুটে ১৬২ কিমি দূরত্বে ভাড়া হয় ২৩০ টাকা। অথচ যাত্রীদের কাছ থেকে ৪০০ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। এতে শিক্ষার্থীসহ নিম্ন আয়ের লোকজন আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। এ সময় নিয়মের বেশি ভাড়া আদায় বন্ধ করা না হলে ভবিষ্যতে বড় ধরণের আন্দোলনের হুমকি দেয়া হয়।

মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়া হয়।

বিডি প্রতিদিন/মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর