২৩ জুলাই, ২০১৮ ১৬:১০

নাটোরে ক্লাসে সাপ আতঙ্কে শিক্ষার্থীরা!

নাটোর প্রতিনিধি:

নাটোরে ক্লাসে সাপ আতঙ্কে শিক্ষার্থীরা!

নাটোরের সিংড়ার উপজেলার শেরকোল ইউনিয়নের সোনাপুর পমগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েকদিন ধরে ক্লাসে সাপ আতঙ্কে রয়েছে।  শ্রেণিকক্ষের ভেতরে-বাইরে, বারান্দায়, টেবিল-বেঞ্চের নীচে, এমনকি শিক্ষকদের কক্ষ ও শিক্ষার্থীদের বই পুস্তকের ভিতর থেকে হঠাৎ বের হচ্ছে ছোট-বড় বিষধর সাপ! 

আজ সকালে সরেজমিনে ওই প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ক্লাস শুরু ঠিক আগেই প্রথম শ্রেণীর কক্ষের সামনে দুইটি সাপ মেরে ফেলে রাখা হয়েছে। পাশের দ্বিতীয় শ্রেণির কক্ষে ইংরেজি ক্লাস চলার সময়ই দরজায় লাঠি হাতে দাঁড়িয়ে আছে ৫ম শ্রেণির ছাত্র হাসিবুল। তার তীক্ষদৃষ্টি শ্রেণিকক্ষের সর্বত্র। কোনদিক থেকে সাপ বের হলেই সেটাকে পিটিয়ে মেরে ফেলা হবে। হাসিবুলের মতো আসিফ, মারুফ, সাজিদ. রাব্বি, সবুজরা পালাক্রমে নিজেদেরসহ প্রতিটি শ্রেণিকক্ষ পাহারা দিচ্ছে এভাবেই। 

প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম সাপ ও পোকা মাকড়ের উপদ্রবের সত্যতা নিশ্চিত করে জানান, সাপের উপদ্রবের ব্যাপারে মৌখিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি জরুরি কাজে ব্যস্ত থাকায় এখনও কোন সিদ্ধান্ত দেননি।

এ ব্যাপারে সিংড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানান। তবে সাপের উপদ্রব রোধে যথোপযুক্ত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, শিশুদের জীবনের নিরাপত্তার জন্য প্রয়োজনে স্কুলটি বন্ধ রাখা হবে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর