২৩ জুলাই, ২০১৮ ২২:৩৮

'কোহলি মিথ্যাবাদী'

অনলাইন ডেস্ক

'কোহলি মিথ্যাবাদী'

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। তবে একদিনের সিরিজ খোয়াতে হয়েছে। এবার শুরু হবে আসল লড়াই। আগামী ১ অগাস্ট থেকে শুরু হবে টেস্ট সিরিজ। আর সেখানেই ক্রিকেটারদের আসল অ্যাসিড টেস্ট।

এদিকে, বাইশ গজে বল গড়ানোর আগেই কথা দিয়ে লড়াই চালু হয়ে গেছে। কার্যত বিরাট কোহলিকে মিথ্যাবাদী বলতেও ছাড়লেন না ইংরেজ পেসার জেমস অ্যান্ডারসন। অ্যান্ডারসনের সাফ বক্তব্য বিরাট যদি মনে করেন তার ব্যক্তিগত পারফরম্যান্স দলে প্রভাব না ফেলে তাহলে তিনি মিথ্যা কথা বলছেন।

অ্যান্ডারসন আরও বলেছেন, ও রান পেল কি না পেল সেটা কোনও গুরুত্বপূর্ণ বিষয় নয়, তাহলে ও মিথ্যা কথা বলছে। অভিজ্ঞ অ্যান্ডারসনের মতে বিরাট কোহলি ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দলের সাফল্যের মূল স্তম্ভ।

ইংলিশ পেসারের মতে ইংল্যান্ডের মাটিতে সাফল্যের জন্য বিরাট কোহলি অসম্ভব পরিশ্রম করছেন। পৃথিবীর অন্যতম সেরা প্লেয়ার বিরাট নিশ্চয় চাইছেন তার দলের জন্য সেরাটা দিতে।

বিডি প্রতিদিন/২৩ জুলাই ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর