Bangladesh Pratidin

প্রকাশ : ১০ আগস্ট, ২০১৮ ১৫:৪৭ অনলাইন ভার্সন
'বর্তমান সরকার শিক্ষা প্রসারে সবচেয়ে বেশি কাজ করেছে'
ফরিদপুর প্রতিনিধি:
'বর্তমান সরকার শিক্ষা প্রসারে সবচেয়ে বেশি কাজ করেছে'

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার হচ্ছে শিক্ষাবান্ধব সরকার। এ সরকারের আমলেই শিক্ষাকে প্রথম থেকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। শিক্ষা প্রসারে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি সরকার শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করেছে। শিক্ষা বিস্তারের জন্য অনেক ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধুকেও ছাড়িয়ে গেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কিছু উদ্যোগের কারণেই শিক্ষা প্রসারে এখন আমরা রোল মডেল। 

‘সার্বজনীন ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষক সমাজের করণীয়’- শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের আমলেই শিক্ষক সমাজ বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন। শিক্ষাকে আরো এগিয়ে নিতে সরকারের পাশাপাশি শিক্ষক সমাজকেও এগিয়ে আসতে হবে।  

শুক্রবার বেলা ১১টায় ফরিদপুরের বদরপুরস্থ মন্ত্রীর নিজবাসভবন ‘আফসানা মঞ্জিলে’ আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু, পুলিশ সুপার জাকির হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরাদুল হক, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর। অনুষ্ঠানে ফরিদপুর সদর উপজেলার স্কুল-কলেজ এবং মাদ্রাসার প্রায় তিন হাজার শিক্ষক, শিক্ষিকা উপস্থিত ছিলেন।    

বিডি প্রতিদিন/১০ আগষ্ট ২০১৮/হিমেল

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow