Bangladesh Pratidin

প্রকাশ : ১০ আগস্ট, ২০১৮ ১৬:১৮ অনলাইন ভার্সন
চাঁপাইনবাবগঞ্জে আখ ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে আখ ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকক্কির্তি ইউনিয়নের লাওঘাটা বিলের আখ ক্ষেত থেকে খাদিজা খাতুন নামে এক নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় হাত ও পা বাঁধা অবস্থায় খাদিজার চার বছরের চাচাতো বোন তাবাস্সুমকেও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

আজ বেলা একটার দিকে মরদেহসহ আহত শিশুটিকে উদ্ধার করা হয়। খাদিজা খাতুন একই এলাকার আলাউদ্দীন আলীর মেয়ে। 

শিবগঞ্জ থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বিলের মধ্যে আখ ক্ষেতের একটি ড্রেনে মরদেহ দেখতে পায় স্থানীয় এক ব্যক্তি। তার একটু দূরেই হাত-পা বাঁধা অবস্থায় একটি শিশুর কান্না শোনা যায়। 
পরে বিষয়টি পুলিশকে জানালে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। 

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে খাদিজা তার চার বছরের চাচাতো বোন তাবাস্সুমকে নিয়ে বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হয়। 


বিডি প্রতিদিন/১০ আগষ্ট ২০১৮/হিমেল

আপনার মন্তব্য

up-arrow