১৪ আগস্ট, ২০১৮ ১৮:২১

ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান ও চিকিৎসাসেবা প্রদান

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান ও চিকিৎসাসেবা প্রদান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে স্বেচ্ছায় রক্তদান, গবাদি পশু ও হাঁসমুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি এবং চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে ভেটেরিনারি কলেজ শিক্ষার্থীদের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। 

এর আগে, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুল হাই-এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসাদুজ্জামান, বিভাগীয় প্রাণি সম্পদ কর্মকর্তা কল্যাণ কুমার ফৌজদার, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, ডা. আব্দুল জলিল, কলেজ ছাত্রলীগের আহবায়ক ফাইম হাসান ও যুগ্ম-আহবায়ক জাহিদ হাসান প্রমুখ। 

এছাড়াও কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের স্মরণে রেডক্রিসেন্টের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন এবং গবাদী পশু, হাঁসমুরগির বিনামূল্যে টিকাদান ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর