১৪ আগস্ট, ২০১৮ ১৮:৪৯

শরণখোলায় বাল্যবিবাহ প্রতিরোধে মানববন্ধন

শরণখোলা প্রতিনিধি

শরণখোলায় বাল্যবিবাহ প্রতিরোধে মানববন্ধন

বাগেরহাটের শরণখোলায় ব্র্যাক পরিচালিত সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পল্লী সমাজ সংগঠনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে জনপ্রতিনিধি, পল্লী সমাজ সংঠনের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মহিউদ্দিন খানের সভাপতিত্বে এবং কর্মসূচির জেলা ম্যানেজার পলাশ হালদারের পরিচলনায় অনুষ্ঠিত সভায় বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন পরিষদের সচিব মো. হেমায়েত উদ্দিন, ইউপি সদস্য মো. ডালিম শিকদার, মো. রাকিব হাসান, পল্লী সমাজ নেতা শাহাভানু বেগম, আকলিমা বেগম, নূরজাহান বেগম, শিউলি বেগম প্রমুখ। 

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন কর্মসূচি সংগঠক লিপিকা আক্তার। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর