১৫ আগস্ট, ২০১৮ ১৫:০১

নানা কর্মসূচিতে খাগড়াছড়িতে শোক দিবস পালন

খাগড়াছড়ি প্রতিনিধি:

নানা কর্মসূচিতে খাগড়াছড়িতে শোক দিবস পালন

জাতীয় শোক দিসব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে শোক র‌্যালি ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে শোক র‌্যালি বের করা হয়। 

পরে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। টাউন হলে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার আলী আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম ও পৌর মেয়র রফিকুল আলম বক্তৃতা করেন। 

সভা শেষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ স্থান অধিকারকারী ইলা নুজহাতসহ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। 

এদিকে শোক দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে খাগড়াছড়িজেলা আধুনিক সদর হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষধ বিতরণ করেন সিভিল র্সাজন ডা. মো শাহ আলম। হাসপাতালে হল রুমে শোক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন   সিভিলর্সাজন ডা. মো শাহ আলম, সহকারী পরিচালক ডা. এস মাহমুদুল, আরএম্ও ডা. নয়ন ময় ত্রিপুরা, বিএম্এর খাগড়ছড়ি শাখার সাধারণ সম্পাদক ডা. টুটুল চাকমা। 

জেলা আওয়ামী লীগের কার্যালয়ে র‌্যালি শেষে এক শোক সভা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমার সভাপত্তিতে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম শফি, মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. দিদারুল আলম। এদিকে আওয়ামী লীগের অপর একটি পক্ষ টাউন হলের সামনে এক শোক সভা করেন। এতে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ও জেলা পরিষদ সদস্য মংসেপ্রু বক্তব্য রাখেন ।

 

বিডি প্রতিদিন/১৫ আগষ্ট ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর