১৫ আগস্ট, ২০১৮ ১৬:২৪

ঝালকাঠিতে শোক দিবস উপলক্ষে র‌্যালি

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে শোক দিবস উপলক্ষে র‌্যালি

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরে বের হয় বিশাল শোক র‌্যালি। 

জেলা প্রশাসক হামিদুল হকের নেতৃত্বে প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রণি-পেশার কয়েক সহস্রাধিক মানুষ র‌্যালিতে অংশ নেয়। র‌্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনিরসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

এছাড়াও শোক র‌্যালিতে অংশ নেয় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইনতেখাব ওয়াহিদ রুশো, মো. রুহুল আমিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ, জেলার মো. শফিউল আলম, জেল সুপার তারিকুল ইসলাম, সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ।

পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেলায়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সহসভাপতি এম এ আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন মল্লিক প্রমুখ। 

এছাড়া জেলা জজশীপ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসী আদালতের আয়োজনে জেলা জজ আদালতে মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে আলোচন সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আশরাফুর ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসকে তোফায়েল হাসান, যুগ্ম জেলা জজ রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম,  সি. সহকারী জজ মো. এনায়েত উল্লাহ, সহকারী জজ আনিসুজ্জামান, জেলা আইনজীবি সমিতির সভাপতি  পিপি আ. মান্নান রসুল, সাধারণ সম্পাদক বদরুল মিল্লাত খোকন,  সিনিয়ার আইনজীবি ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, নাসির উদ্দীন কবির। 

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিনব্যাপি ওয়ার্ড পর্যায় শোকের নানা কর্মসূচি পালন করে।

 

বিডি প্রতিদিন/১৫ আগষ্ট ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর